নাটোরের বড়াইগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত যুবদল নেতার স্মরণ সভা
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় নিহত উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার মাষ্টারের ১১ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার মেরিগাছা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। নগর ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শাহীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভোষ্ট ড. মিজানুর রহমান মানিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ওমর ফারুক, নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সাজদার হোসেন, সম্পাদক নাজমুচ্ছাদাত, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল, সম্পাদক মোস্তাফিজুল হক বকুল ও সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আশরাফ আলী বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৪ অক্টোবর উপজেলার মেরিগাছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক যুবদল নেতা আবুল বাশার মাষ্টারকে আওয়ামীলীগ নেতাকর্মীরা গুলি করে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।