গোয়াইনঘাটে পাকা ঘরের নির্মানাধীন দেওয়াল ভাঙচুরের অভিযোগ
রুবেল আহমেদ গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে মহিলার নির্মাণাধীন পাকা ঘরের দেওয়াল ভাঙচুরে থানায় অভিযোগ। অভিযোগকারী মহিলা আলীরগাঁও ইউনিয়নের উপর দুমকা গ্রামের মৃত আব্দুল মালিক এর স্ত্রী মিনারা বেগম (৫৪)।
অভিযোগ সূত্রে জানা যায়,মিনারা বেগম উপর দুমকা মৌজার তপশীল বর্ণিত ভূমি জে.এল নং- এস.এ ২৫৭, বি.এস- ২০৪, বি.এস ডিপি খতিয়ান নং- ৫২. এস.এ দাগ নং- ৯৪২, বি.এস দাগ নং- ১০৩৭, এরিয়া- ১৩ শতক, শ্রেণি- চারা রকম ভূমি সহ আরো কতেকাংশ ভূমি মালিক থাকিয়া তাহা ভোগদখল ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করিয়া আসিতেছেন। সেখানে তার বসত ভিটা রয়েছে। বসত ভিটায় একটি পাকা কর নির্মাণ করছিলেন। গত ১১ অক্টোবর সকাল আনুমানিক আটটায় তার পাশের বাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে তার নির্মাণাধীন ঘরের দেওয়াল ভেঙ্গে দেয় এবং ভাঙতে বাধা দিলে তারা তাকে মারধর করে শরীরে নীলা ফুলা জখম করে। অভিযোগে বিবাদী মিনারা বেগম আরো জানান,তার ভূমি জোরপূর্বক দখল করা সহ বিভিন্নভাবে সবসময় ক্ষতি করার অপচেষ্টা করে থাকে। বিষয়টি তিনি গ্রামের মুরব্বীয়ানদেরকে জানাইয়া রাখেন।পরবর্তী সময়ে সুযোগমতে পাইয়া আরো বিভিন্নভাবে ক্ষতি সাধন করা সহ প্রাণে হত্যা করিয়া বর্ণিত জায়গা জোরপূর্বক দখল করিয়া তাদের নিয়ন্ত্রণে নিয়া যাওয়ার সম্ভাবনা রহিয়াছে। বর্তমানে বিবাদীদের কার্যকলাপে ও আচরণে তিনিসহ তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভূগিতেছেন। তিনি আইনের মাধ্যমে সুবিচার পাওয়ার প্রত্যাশা করেন।
অভিযোগের বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমদ’র মোটো ফোনে কল দিলে তিনি কল রিসিভ না করায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।