রংপুর বিভাগ লালমনিরহাটে শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩,
মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, রংপুর বিভাগীয় চীপ।
মাদক মুক্ত বাংলাদেশ চাই এ
বাংলা মোর অহংকার’-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ১২ অক্টোবর আনুমানিক সকাল ০৬.৪০ ঘটিকার সময় র্যাব-১৩ রংপুর, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন ধৃত আসামীর বসতবাড়ীর পেছনের ধানক্ষেত থেকে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ আব্দুর রহমান (২৩),পিতা-মোঃ আব্দুল বারেক, গ্রাম-বালাপাড়া, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করে এবং অপর আসামি ২। মোঃ পাভেল (২৫),পিতা-মোঃ আব্দুর রেজ্জাক, গ্রাম-বালাপাড়া, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট র্যাবের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সালমান নুর আলম,সিনিয়র এএসপি, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত প্রেসনোট এ লিখিত বক্তব্য প্রদান করেন।