সীতাকুণ্ড শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন
মোঃ ওমর ফারুক রকি
চট্টগ্রাম (প্রতিনিধ)
মহানবমী পালিত হবে ১২ অক্টোবর ২০২৪ শনিবার। বিজয়া দশমী পালিত হবে ১২ অক্টোবর ২০২৪ শনিবার। উল্লেখযোগ্য বিষয় হল এই বছর নবমী ও দশমী একই দিনে পড়েছে। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপগুলো সরজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম সীতাকুন্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি)জনাব আব্দুল আল মামুন।
দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা (সীতাকুণ্ড) উপজেলায় ৮ নং সোনাইচড়ি ইউনিয়ন,৯ নং ভাটিয়ারী ইউনিয়ন এবং ১০নং সলিমপুর ইউনিয়ন পরিষদের পূজামন্ডপ গুলো পরিদর্শন করেন তিনি। এসময়,অতিথি বৃন্দ হিন্দু ধর্মালম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।পূজাকে আনন্দমুখর করে তুলতে দেশজুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি প্রায়ই শেষ হয়েছে। সারাদেশে এখন বইছে উৎসবের আমেজ। ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মন্ডপ।
তিনি, বলেন সুশৃংখল ও সুন্দরভাবে শারদীয়া দুর্গাপূজা উদযাপন করতে। আপনাদের নিরাপত্তার জন্য সব সময় প্রস্তুত আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী এবং তার পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পাশে থাকতে বলেন ।
পূজা মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে উল্লেখ করে বলেন, ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পূজামন্ডপসহ মন্দির এলাকায় দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে। পূজায় নিরাপত্তাসহ সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পূজা মন্ডপে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পূজা মন্ডপ এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। সার্বক্ষণিক বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। রয়েছে ভলেন্টিয়ার সদস্য। দুষ্কৃতিরা কোন ধরনের এই দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের আইনের আওতায় আনা হবে। এবং, কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখবে আইনশৃঙ্খলা বাহিনী ।
পরিদর্শন কালে পূজামন্ডপের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত গ্রাম্য পুলিশ, আনসার ও পুলিশ সদস্যদের আরো সতর্ক থেকে দায়িত্ব পালনের অনুরোধ জানান। এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক প্রতিনিধিদের পূজামন্ডপ কমিটি পাশে থেকে সামাজিক সম্প্রতির বজায় রেখে সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয়া দুর্গাপূজা ২০২৪ উদযাপন করার অনুরোধ জানান।