শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে মতবিনিময়, 

মো :আহমুদুল হাসান লালমনিরহাট জেলা প্রতিনিধি , বিবিসি নিউজ ২৪।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব  আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট সনাতনী সংঘ সারপুকুর দেবনাথ পাড়া কালী মন্দির, আদিতমারী উপজেলা লালমনিরহাট পূজা উৎযাপন পরিষদ  ও সাধারন হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার 
শ্রী শ্রী সার্বজনীন মন্দির সারপুকুর, এ সময় মন্দির পরিদর্শন করেন
জনাব, মোঃ আলমগীর রহমান
(অতিরিক্ত জেলা পুলিশ সুপার ক্রাইম লালমনিরহাট),
বিবিসি নিউজ ২৪ রংপুর বিভাগীয় প্রধান জনাব মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।
বিবিসি নিউজ২৪, লালমনিরহাট জেলা প্রতিনিধি জনাব মোঃ আহমুদুল হাসান,
বিবিসি নিউজ ২৪ সদর থানা প্রতিনিধি, আখেরুজ্জামান সহ আরও উপস্থিত ছিলেন দেবনাথ পাড়া কালিমন্দিরের সভাপতি শ্রী বিরেন চন্দ্র দেবনাথ। বিএনপি সেচ্ছাসেবক কমিটির দায়িত্বে ছিলেন শ্রী মিলন চন্দ্র দেবনাথ (সারপুকুর ৭নং ওয়ার্ডের যুবদলের সভাপতি)। উপস্থিত সাধারণ জনগণের সঙ্গে কথা বলে জানা যায় যে, পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিয়ে তারা সন্তুষ্ট। এ ব্যাপারে স্থানীয় ক্যাবল ব্যবসায়ী মো:ফরহাদ হোসেনের সঙ্গে কথা বললে তিনি বলেন, সার্বজনীন চিন্তাভাবনা বুকে লালন করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে সকলের নিরাপত্তা জোরদার করে কাঁধে কাঁধ রেখে চলাই মানুষের কাম্য।