বড়াইগ্রামে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩২০ সদস্য নিযুক্ত
মু.হায়দার আলী,নাটোর জেলা প্রতিনিধি।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা নিরাপত্তায় ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষে ৩২০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য নিযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে তাদের ৪৭ টি পূজামন্ডপে অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ শ্রেণীতে বিভক্ত করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ডেন্ট জাহিদ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা প্রশিক্ষক মাসুদ রানা প্রমুখ।উপজেলায় ৪৭টি মন্ডপের মধ্যে ১৯টি অতি গুরুত্বপূর্ণ ২৩টি গুরুত্বপূর্ণ ও ৫টি সাধারণ শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। অতি গুরুত্বপূর্ণ শ্রেণীতে ৮জন, গুরুত্বপূর্ণ ও সাধারণ শ্রেণীতে ৬ জন করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।