ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুরে চলমান বন্যায় অন্তত সোয়া লাখ পরিবার পানিবন্দি

IMG-20241007-WA0016

মো: লুৎফুর রহমান ( হৃদয় )
বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ বিভাগ

কয়েক দিনের বৃষ্টিতে নদীর পানি বেড়ে এবং বাঁধ ভেঙে ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুরে চলমান বন্যায় অন্তত সোয়া লাখ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এর মধ্যে দুই জেলাতেই অন্তত দুই লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
ময়মনসিংহ জেলায় গত কয়েকদিনের বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়ে হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার ২২টি ইউনিয়নের ৬১ হাজার ৬৪০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত এক লাখ ৫০ হাজার ২০০ জন।
হালুয়াঘাট ও ফুলপুর উপজেলায় মোট ২০টি আশ্রয়কেন্দ্রে এক হাজার ৩৩৬ জন এবং ৩১০টি গবাদিপশু আশ্রয় নিয়েছে।

ধোবাউড়া উপজেলায় দুটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে আশ্রয়কেন্দ্রে আসার মত পরিস্থিতি তৈরি হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

পানির চাপে হালুয়াঘাট সদর ইউনিয়নে পূর্ব গোবড়াকুড়া গ্রামে কুসুন্দরা নদীর উপরের সেতু ধসে গেছে। বৈচাপুর ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এবং ধুবাইল ইউনিয়নের ঘঙিয়াজুড়ি ব্রিজের মাটি সরে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নেত্রকোণা জেলার চারটি উপজেলায় ২০টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। ৪৮ হাজার ২০০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
দুই নদীর পানি বিপৎসীমার উপরে গেল কয়েকদিনের বৃষ্টিতে পানি বেড়ে ময়মনসিংহ বিভাগের ভুগাই ও জিঞ্জিরাম নদী দুটি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।