কুড়িগ্রাম ফুলবাড়িতে মোবাইল চার্জে রেখে ঘুমানো, ১৩ বছরের স্কুলছাত্র অগ্নি দগ্ধ।
মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী রংপুর বিভাগ প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশেম বাজার (ঘুঘুরহাট) এলাকায় মোবাইল ফোন চার্জে দিয়ে ঘুমান এ সময় মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে এক স্কুলছাত্র। মঙ্গলবার, ১ অক্টোবর রাতে, এই। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ১৩ বছর বয়সী তাওহিদ আলম, স্থানীয় বাসিন্দা আইনুল হকের ছেলে, মোবাইলের ব্যাটারি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ে কখন কিভাবে ভয়াবহভাবে দগ্ধ হয় আগুনে।
প্রতিবেশীরা জানান, তাওহিদ প্রতিদিনের মতো রাতে মোবাইল চার্জে দিয়ে শুয়ে পড়েছিল। তবে মাঝরাতে হঠাৎ মোবাইলের চার্জার থেকে শর্ট সার্কিট ঘটে এবং আগুন ধরে যায়। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে তাওহিদের বিছানার আশেপাশের অংশে ধোঁয়া ও তাপ ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ হয়ে সে গুরুতর আঘাত পায়।
তাওহিদের চিৎকার শুনে পরিবার ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে এবং তাওহিদের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনা থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মোবাইল ফোন ব্যবহারের সুরক্ষার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে রাতে মোবাইল চার্জে রেখে ঘুমানোর অভ্যাস যে কতটা বিপজ্জনক হতে পারে, তা এই মর্মান্তিক দুর্ঘটনা পুনরায় স্মরণ করিয়ে দেয়।
অভিজ্ঞ মহল থেকে বলা হচ্ছে, নিম্নমানের চার্জার ব্যবহার এবং বিদ্যুতের অতিরিক্ত চাপের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তাই মোবাইল ফোনের চার্জিং ব্যবস্থা সঠিকভাবে পর্যবেক্ষণ করা এবং নিরাপদ পদ্ধতিতে মোবাইল ফোন চার্জে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই দুর্ঘটনার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতনতা বাড়ানোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।