দৌলতপুর উপজেলা বি এন পির প্রচার সম্পাদক জহুরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা:
কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বি এন পির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে পিয়ারপুর ইউনিয়ন বি এন পির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ৫ ঘটিকার সময় কামালপুর বাজারে পিয়ারপুর ইউনিয়ন বি এন পির সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ এর পরিচালনায় বি এন পি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান মুনতাজ বলেন, দৌলতপুর উপজেলা বি এন পির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস, ৫ আগস্টের পরে তার লোকজন দিয়ে এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ তৈরি করেছে। তার সন্ত্রাসী গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন পিয়ারপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহাগ। তাদের নেতৃত্বে আরও অনেকে আছে এই গ্রুপে। এলাকায় নিরীহ মানুষের কাছে থেকে চাঁদা দাবি করছে তারা যারা চাঁদা দিতে না পারে তারদের মারধর করা হচ্ছে। হোক সে বি এন পি না হোক অন্য ূদলের লোক। তাদের সন্ত্রাসী বাহিনীর নিকট এলাকার কেউ নিরাপদ না। গত কাল বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ ঘটিকার সময় পিয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বি এন পির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এর ছেলে হাচান আলী ও ভাতিজা এনামুল হকের উপর হামলা করেছে বলে জানা যায়। আহত হাচান ও এনামুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । আমি দৌলতপুর উপজেলা বি এন পির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ও সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল ও জেলা বি এন পির আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। জহুরুল করিমের এমন বিচার করা হোক যেন কেউ আর দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজী না করতে পারে।
এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনার বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।