ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরে বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন 

বাদশা আলমগীর, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের ( রেজিঃ নং ২০৮২) এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে এক শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল‍্যান ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতিত্বে ও সাংগঠনিক সেক্রেটারি মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি অধ‍্যাপক আবুল হাসেম বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিককল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ আনোয়ার হোসেন, কুড়িগ্রাম জেলা ট্রেড সম্পাদক ও নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন সোনাহাট ইউনিয়ন শ্রমিক কল‍্যান ফেডারেশনের উপদেষ্টা আব্দুল জলিল, সোনাহাট স্থলবন্দরের হ‍্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম, আমদানি ও রপ্তানি কারক ব‍্যবসায়ী আবু হেনা মাসুম ও শ্রমিক নেতা তবিবুর রহমান উজ্জ্বল। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে অফিসের উদ্বোধন করা হয়।