স সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসী হামলার শিকার একজন গণমাধ্যম কর্মী ।

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী। রংপুর বিভাগীয় প্রধান।

রংপুর বিভাগের পীরগাছা উপজেলায়,পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে,সন্ত্রাসী হামলার শিকার যুগান্তর পত্রিকার প্রতিনিধি।
জাতির বিবেক,
উপজেলা প্রাঙ্গণে,সোমবার (৩০ সেপ্টেম্বর) দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থান করাকালীন,একরামুল ইসলাম নামের একজন গণমাধ্যমকর্মী হামলার শিকার হন। এবিষয়ে পীরগাছা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী এজাহার দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি রংপুরের পীরগাছা উপজেলায়,এজাহারে উল্লেখ করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর যুগান্তর পত্রিকায়,পীরগাছায় খাদ্যবান্ধব চাল বিতরণ নিয়ে সংশয়। বিএনপি নেতাদের পাহারা,এই শিরো- নামে একটি খবর প্রকাশিত হয়। প্রকাশিত ওই খবরের জের ধরে খাদ্য অফিস পাহারাদাররা বিভিন্ন সময়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছেন। এর জের ধরে,সোমবার (৩০ সেপ্টেম্বর) দেড়টার দিকে,উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থান করাকালীন। সাংবাদিক একরামুল ইসলামকে ডেকে নিয়ে মারধর করেন,পীরগাছা সদর ইউনিয়নের সেচ্ছাসেবক দলের আহবায়ক রায়হান। সন্ত্রাসী রায়হান,পীরগাছা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়কের বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল আমিন সরকার বুলেট।

উল্লেখ্য যে : অভিযুক্ত রায়হান মিয়া,উপজেলা পরিষদ চত্ত্বরে চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী নিয়ে প্রবেশ করে। সেচ্ছাসেবক দল আহবায়ক সন্ত্রাসী রায়হান, দৈনিক যুগান্তর পত্রিকার পীরগাছা প্রতিনিধি একরামুল ইসলামের উপর অতর্কিত- ভাবে হামলা চালায়। আহত সাংবাদিক একরামুল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়।

এ বিষয়ে ঃ পীরগাছায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকীর সাথে দেখা করে সন্ত্রাসী রায়হানসহ জড়িতদের গ্রেপ্তার করে,আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানান। এজাহার দাখিল করেছেন আহত সাংবাদিক একরামুল ইসলাম। রংপুর বিভাগে অপরাধ বেড়ে দিগুণ গতো ২মাসে সাধারণ জনগণ আওয়ামী লীগ বি এন পি নামক টিকে ঘৃণার চোখে দেখছেন সাধারণ জনগণের সাথে কথা বললে তাঁরা বলেন দুটি সাপের একই বিশ কোন ওটা উনিশ আবার কোনওটা বিশ।