নরসিংদীতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জি এম তালের পীরজাদা মোহাম্মদ আলী সহ ১০৯ জনের নামে মামলা ।

মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদী জেলখানার মোড়ে অংশ নিয়ে দুই চোখ হারালেন নরসিংদী সদর স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ ভূঁইয়া।
একমাত্র উপার্জনকারী হিসেবে তার এই দুর্ভাগ্য তার পুরো পরিবারকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। আন্দোলনের সময় তার উপর হামলার ঘটনায় তৌহিদ দোষীদের বিচারের দাবিতে আদালতে মামলা দায়ের করেছেন। তার পরিবার এখন কঠিন সময় পার করছে—তৌহিদের এই অন্ধত্বে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কাজল, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী সহ ১০৯ জনের নামের মামলা

তৌহিদের কি অপরাধ ছিল , কেনই বা তার উপর এমন নির্মম হামলা হলো—এ প্রশ্নের উত্তর খুঁজছেন তিনি এবং তার পরিবার। দোষীদের বিচার ও ন্যায়বিচারের আশায় এখন তাকিয়ে আদালতের দিকে।
তৌহিদের মত নরসিংদীতে পঙ্গুত্ব বরণ ও চোখ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় শতাধিক নিহত হয়েছেন বেসরকারিভাবে ৩৭ জন।
তাদের পরিবার এখন হতাশায় ভুগছেন
বিচারের আশায় প্রশাসনের ধারে ধারে ঘুরছেন
এবং চিকিৎসার জন্য অনেক আহত রোগী বিএনপি নেতাদের দ্বারে দ্বারে ঘুরছে
কে দেবে তাদের সান্তনার বাণী
কে দেবে তাদের আশার বাণী । কে হবে তাদের পথপ্রদর্শক এ প্রশ্নের উত্তর খোজছেন নিহত আহতদের পরিবার । মামলা হলেও আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে একাধিক আসামি বীর দাপটে ঘুরছে ।

You may have missed