কাওরানবাজারের ব্যাবসায়ীকে জিম্মি করে ৫০ লাখ টাকা চাদা দাবি ছাত্রদলনেতাদের
আতিকুর রহমান
বিশেষ প্রতিনিধি,ঢাকা
রাশেদ নামের এক ব্যাবসায়ীর কাছ থেকে ৫০ লক্ষ টাকা দাবি করেছেন কলাবাগান থানা ছাত্রদলের সদস্যসচিব রবিন ইসলাম বকাউল,সিঃ যুগ্ন-আহ্বায়ক ইয়াসিন আরাফাত,যুগ্ন আহ্বায়ক ফাহিন রেজা অনয় ও ১৭ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য রিফাতসহ আরো বেশকয়েকজন।
ভুক্তভুগি ওই ব্যাবসায়ী জানান তিনি আনোয়ার খান মর্ডান হসপিটালে চিকিস্যা নিতে গেলে বকাউল,ইয়াসিন,অনয়,রিফাতরা তাকে ঘিরে ফেলে ও কোমরের বেল্টে ধরে তাকে রিক্সায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।সেখানে তার কাছে ৫০ লক্ষ্য টাকা দাবি করেন।তিনি এত টাকা দিতে অস্বিকার করলে তাকে দেশিয় অস্র এবং রড দিয়ে দেধডক মার শুরু করে তারা।এক সময় ওই ব্যবসায়ীকে থানার কথা বলে আরেকটি গোপান জায়গায় নিয়ে গিয়ে ২ লক্ষ টাকা আদায় করে বলে জানা যায়।
এমনিতে অসুস্থ থাকার পরও তাকে আবার মারধর করার কারনে ওই ব্যাবসয়ী মানুষিকভাবে ভেজ্ঞে পরেন।তিনি প্রশাসনের নিকট এই ঘটনার দোষিদের কঠোর শাস্তি দাবি করেন এবং ছাত্রদলের দ্বায়িত্বশীল নেতৃবিন্দকে এই ব্যাপারে আরো কঠোর ব্যাবস্থা নেওয়ার আহ্বান জানান।