ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথীবির কেউ সমর্থন করেনি : যশোরে রিজভী
মোঃ আমিরুল ইসলাম : ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথীবির কেউ সমর্থন করেনি, ভারতের কহিনুর ছিলেন শেখ হাসিনা, ” উল্লেখ করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব আ্যড. রুহুল কবির রিজভী ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন ‘ভারতের কহিনুর ছিলেন শেখ হাসিনা । এতো দামি একটি হীরা হারিয়ে ওদের মনকষ্ট থামছেই না।
২২ সেপ্টেম্বর ২০২৪ ” রবিবার, যশোর শহরের চৌরাস্তা মোড়ে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমির ফয়সালের সঞ্চালনায় গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণসমাবেশে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি’র নেতা এ্যাড. সৈয়দ সাবেরল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, এ্যাড. মোহাম্মদ ইসহক, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, আলহাজ্ব মিজানুর রহমান খান,এ্যাড. জাফর সাদিক, আব্দুস সালাম আজাদ, গোলাম রেজা দুলু, যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদ, আঞ্জুরুল হক খোকনসহ জেলা মহিলা দল, জেলা যুবদল, জেলা ছাত্রদলসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। নেতাকর্মীরা মিছিল সহকারে শহরের চৌরাস্তার গণসমাবেশে জড়ো হওয়ার ফলে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা বিডিয়ার বিদ্রোহ, শাপলা চত্বরে হেফাজত ইসলামের হত্যাকান্ড, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ বিগত ১৬ বছরের গণহত্যাকারি খুনি শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবি জানান। এছাড়া ভারত সরকার কর্তৃক শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং ভারত সরকারের ইন্ধনে বিভিন্ন উপায়ে দেশকে অস্থিতিশীল করার জন্য ভারত সরকারের সমালোচনা করেন নেতৃবৃন্দ।