সীতাকুণ্ডে ৯ ইউনিয়নে প্রশাসক নিয়োগ


মোঃ ওমর ফারুক রকি, চট্টগ্রাম

৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আত্মগোপনে রয়েছে সীতাকুন্ড উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। তারা, আওয়ামী লীগের বিভিন্ন পদ-পদবীতে ছিলেন। এসব ইউনিয়নে জনপ্রতিনিধি না থাকায় সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।

এবং, সেবা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। তাই, ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার জন্য গত বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার শাখা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিনকে আর্থিক এবং প্রশাসনিক এর দায়িত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার প্রেরিত অফিস আদেশ সূত্রে জানা গেছে, সীতাকুন্ড ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ,৪ নং মুরাদপুর ইউনিয়ন পরিষদ, ৫নং বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদ, ৬ নং বাঁশবাড়িয়া ও ৭নং কুমিরা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম।

এবং,২নং বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদ, ৮ নং সোনাইছডি ইউনিয়ন পরিষদ, ৯ নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ ও ১০ নং সলিমপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম।
তিনি, বলেন সাধারণ জনগণের নাগরিক সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে আমাদের বিভিন্ন ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিদের অনুপস্থিতে ঝিমিয়ে পড়া পরিষদের কার্যক্রম গতিশীল ফিরিয়ে আনতে তারা নিরলস দায়িত্ব পালন করে যাবেন।