দৌলতপুরে বিএনপি আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোহন আলী স্টাফ রিপোর্টার।
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা হোগল বাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় ৮ সেপ্টেম্বর রোজ রবিবার বেলা ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শামীম রেজা, আরো উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা , উপস্থিত ছিলেন হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মোঃ বেলাল হোসেন, উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বেনজির আহমেদ বাচ্চু, ও দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মুনতাজ , অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনি। প্রধান অতিথি দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শামীম রেজা তার বক্তব্যে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মহান আত্মত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে এই দেশ স্বাধীন করেছেন। আমরা এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জনাব মোঃ তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী দৌলতপুর উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শান্ত থেকে অন্তর্বর্তী কালীন তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারের কাজে সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন দৌলতপুর উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের কোন নেতাকর্মী যদি দেশের ভিতরে কোন প্রকার বিশৃঙ্খলতা সৃষ্টি করতে চায় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা দৌলতপুর বিএনপি মোঃ রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো ইনশাআল্লাহ।