সিরাজগঞ্জের কুটিরচর এলাকায় মাইক্রোবাস ও সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত
এস.এম.রুহুল তাড়াশী, সিরাজ গঞ্জ জেলা প্রতিনিধি:–
সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এবং আরও এক জন আহত হয়েছে।
জানা গেছে রবিবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়েকের কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে।এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয় । হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কামারখন্দ ফায়ার সার্ভিসের কর্মকর্তা অপু কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে পৌঁছালে সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করি। আহত অন্য তিন যাত্রীকে জেলা সদর হাসপাতালে পাঠানোর পর আরও দুজনের মৃত্যুর খবর পেয়েছি।এবিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম জানান, আমার আইনগত ব্যবস্থা নেব।