বিছনাকান্দী ইউনিয়ন ছাত্র সংসদের আহবায়ক কমিটি গঠন
রুবেল আহমেদ, সিলেট:
সিলেটের গোয়াইনঘাটে নবগঠিত বিছনাকান্দী ইউনিয়নে ছাত্র সংসদের আহবায়ক কমিটি গঠন অনুষ্ঠান উপলক্ষে ৬ নভেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় স্থানীয় কুপার বাজার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আব্দুল্লাহ মেম্বার, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তি ইউনুস আলী,আব্দুল মালিক,মুজিবুর রহমান, জাকারিয়া ইকবাল, ছাত্র নেতা দেলোয়ার হোসেন, রিজওয়ান আহমদ, জইন উদ্দিন প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন বিছনাকান্দী ইউনিয়ন একটি নবগঠিত ইউনিয়ন। নবগঠিত ইউনিয়ন টি উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে, পিছে পড়া ইউনিয়ন উন্নয়নের লক্ষ্যে কাজ করবে এই ছাত্র সংসদ। পাশাপাশি শিক্ষা, রাস্তা সমাজিক উন্নয়ন ও বিছনাকান্দী পর্যটক কেন্দ্র কে উন্নয়ন ও সংষ্কার করার আহবান জানান। তিনি আরো বলেন এই ছাত্র সংসদ এলাকার কর্মসংস্থানের ব্যবস্থা করে সর্বোচ্চ ভুমিকা রাখবে। সভায় সভাপতির আসন গ্রহণ করেন বৃহত্তর রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের উপদেষ্টা মাষ্টার আবুল হাসেম। সভা সঞ্চালনা করেন রিয়াজ উদ্দিন ইমরান। উক্ত সভায় আহবায়ক কমিটিতে দায়িত্ব পান আহবায়ক নাসির উদ্দিন, ১ম যুগ্ম আহ্বায়ক শিব্বির আহমদ, যুগ্ম আহবায়ক সুলেমান সিদ্দিকী, আবু হানিফ, সদস্য সচিব আ: শাকুর ,সদস্য রেজওয়ান আহমেদ ৬ নং ওয়ার্ড, জায়েদুর রহমান ৩ নং ওয়ার্ড, মেহেদী হাসান ২ নং ওয়ার্ড, জয়েদুর রহমান দুর্জয় ১নং ওয়ার্ড, সাজিদুর রহমান ৪ নং ওয়ার্ড,আরিফুল ইসলাম ৫ নং ওয়ার্ড, মোস্তফা কামাল ৮ নং ওয়ার্ড, মেহেদী হাসান জুবেল ৯ নং ওয়ার্ড,সাহাদাত হোসেন ৭ নং ওয়ার্ড, এ.বি .বুরহান ১ নং ওয়ার্ড। উক্ত সভায় আহবায়ক কমিটিকে ৩ মাসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে আহবায়ক কমিটির উপদেষ্টাগণ।