তাড়াশে মিথ্যা সংবাদ প্রকাশ করায় কলেজ ছাত্রের ক্ষোভ প্রকাশ
এস.এম.রুহুল তাড়াশী,
সিরাজ গঞ্জ জেলা প্রতিনিধি:–
সিরাজগঞ্জের তাড়াশে বসতবাড়ীর জায়গা দখলকে কেন্দ্র করে এক বিধবা মহিলাকে মারপিট করেছে এমন মিথ্যা সংবাদ প্রতিদিনের দিনকাল অনলাইনে পোর্টালে প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছে কলেজ ছাত্র হত দরিদ্র পরিবারের সন্তান মোঃ আব্দুল খালেকের কলেজ পড়ুয়া ছাত্র মোঃ মহিবুর রহমান সাগর (১৮)। তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামে বসতবাড়ীর জায়গা দখলকে কেন্দ্র করে এক বিধবা মহিলাকে মারপিট করেছে এমন কোন ঘটনার এ বিষয়টি নিশ্চিত করতে পারেন নি স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম। কলেজ ছাত্র মোঃ মহিবুর রহমান সাগর বলেন, ৫ সেপ্টেম্বর শুক্রবার ১২টা দিকে সময় দিয়ে আমাকে জরিয়ে যে সংবাদ প্রকাশ করেছে তা সম্পন্ন মিথ্যা, বানোয়াট ও বানানো। প্রকৃত পক্ষে আমি ওই সময় বাড়িতে ছিলাম না। আমি বিকালে বাড়িতে আসি। আসল কথা হলো চকদেবীরামপুর গ্রামের মৃত জামিল উদ্দিনের স্ত্রী সামসুন্নাহার বেগম (৭০) এর পৈত্রিক বাড়ির জায়গা প্রায় ২ মাস আগে বিক্রি করে গেছেন। তার কাছে আমার মা কিছু টাকা পাওনি আছে। সেই টাকা গুলো না দেওয়ার জন্য নাটক সাজিয়ে এ রকম কর্মকাণ্ড সংগঠিত করছেন। তার প্রমান হলো তার বাড়ির চারপাশে কোন বাউন্ডারি, ফলের গাছ, নলকূপ ও ঘরের ছাউনি,আসবাবপত্র কিছুই নাই। অতচ তার ছেলে সোহেল রানা এ গুলো জরিয়ে ও আমি তার কাছে চাঁদা চেয়েছি মর্মে সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে যে সংবাদ প্রকাশ করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে যারা চেষ্টা করছেন তাদের বিষয়ে আসল বিষয়ে তুলে ধরলাম।