নরসিংদীতে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মোঃএমরুল ইসলাম,নরসিংদীঃ

নরসিংদীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মো.আব্দুল হান্নান।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সুপার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন,পুলিশ জনগণের বন্ধু, প্রচলিত এ কথাটিকে আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। পুলিশের প্রতি জনগণের আস্থার জায়গাটুকু আমি যেকোনো মূল্যে ফিরিয়ে আনতে চাই।

সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার আরো বলেন,আমি আপনাদের সহযোদ্ধা হতে চাই। আপনারা বস্তুনিষ্ঠভাবে প্রকৃত ঘটনা তুলে ধরবেন। মানুষের আস্থা অর্জন করেই আমরা ভবিষ্যৎ পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই।মতবিনিময় সভায় নরসিংদী কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.শফিকুল ইসলাম মতি, সাধারন সম্পাদক সুয়েব আহম্মেদ, নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক নিবারন রায়, আব্দুর রহমান ভুইয়া, মাখন দাস, মোরশেদ শাহরিয়ার,বেনজির আহম্মেদ বেনা,নরসিংদী রিপোর্টাস ক্লাবের সভাপতি শফিকুর রহমান রিপন, রিপোর্টর্স ইউনিটির সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক,ওমর ফারুক ফালু,মাসুদ মিয়া এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহদত হোসেন রাজু প্রমুখ।