কুয়াকাটায় দরজা ভেঙ্গে দুর্ধর্ষ ডাকাতি, ৩০ ভরি সোনা নগত অর্থ সহ মালামাল লুট
মোঃ সাইদুর রহমান সোহেল, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ঃ কুয়াকাটায় অস্ত্রের মুখে জিম্মিকরে মো. মানিক মিয়া নামের এক আবাসিক হোটেল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
সোমবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে কুয়াকাটা পৌরসভার ৪নং ওয়ার্ডের অবস্থিত দোতলা বাড়িতে দেশীয় অস্ত্র, পিস্তল, চাপাতি সহ নানা সরঞ্জামাদি নিয়ে হানা দেয় ডাকাতদল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ওই বাড়ির মালিক মানিক মিয়া, তার স্ত্রী ও কন্যা নিয়ে দু’টি রুমে রাত সাড়ে ১২টার দিকে ঘুমিয়ে ছিল। এর কিচ্ছুক্ষণ পরেই ডাকাতদল বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের হাত পা ও চোখ বেঁধে রাখে এবং মানিক মিয়াকে বেধড়ক মারধর করে। প্রায় দেড় ঘন্টার যাবৎ তছনছ করে বাড়িতে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ন ও ৪৮ হাজার টাকা নিয়ে যায়। তবে ৮-১০ জনের সবাই মুখোশ পড়া অবস্থায় থাকা কাউকে চিনতে পারেনি তাঁরা।
ভুক্তভোগী মো. মানিক মিয়া জানান, আমরা ঘুমানোর পরে আনুমানিক রাত ২টার দিকে হঠাৎ দরজা ভাঙার বিকট শব্দ পাই, চোখ খুলেই দেখি সামনে ৮-১০ মুখোশ পর ডাকাত। তখনই আমি চিৎকার করি। সাথে সাথে আমার মুখ বেধে বেধড়ক মারধর করলে আমার ডান হাত ফেটে যায়। এরপরে আমার চোখ, হাত-পা বেধে ফেলে । পরে আমার স্ত্রীকে টেনে আমার মেয়ের রুমে নিয়ে যায়। আমাকে বারবার মার দিতেছে আর বলতেছে টাকা আর স্বর্ন কোথায়। পরে আমি দেখিয়ে দিলে তাঁরা ভেঙে সব নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই পরে আমরা উর্ধতন টিম এখানে এসেছি। চুরি হওয়া মালামাল উদ্ধারে আমরা সব ধরনের পদ্ধতি গ্রহণ করবো এবং এটা নিয়ে মামলা হবে মামলার পরে আইনি ব্যবস্থা নেয়া হবে।