সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বাবা ও মেয়ে

মো ওমর ফারুক রকি
চট্টগ্রাম সীতাকুণ্ড (প্রতিনিধি)

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পিক আপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারালে বাবাও মেয়ের । এসময়৷ আহত হয় বড় মেয়ে।

শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে সীতাকুণ্ডে ফৌজদারহাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সীতাকুণ্ডের সলিমপুর গ্রামের মো. মফিজুল আলমের ছেলে মো. কাউছার আলম (৪৪) ও তার ছোট মেয়ে তাসমি (৬)।

পুলিশ জানায়, সন্ধ্যায় সলিমপুর এলাকা থেকে কাউছার আলম দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিলেন।

এসময় তরা ফৌজদারহাট বাইপাস সড়ক এলাকায় পৌঁছালে একটি পিকআপ তাদের ধাক্কা দেয়।

এ সময় পিকআপের চাকায় মাথা থেতলে করে ঘটনাস্থলে কাউছার মারা যান।

স্থানীয়রা উদ্ধার করে দুই মেয়েকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ছোট মেয়ে তাসমিকে মৃত ঘোষণা করেন।

আর এক মেয়ে তাইনাদ( ১৩) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দিপক বলেন, আমরা পিকআপচালক মো. স্বপনকে,আটক করেছি।মামলার প্রস্তুতি চলছে