মানুষ খেকো তিস্তায় একের পর এক লাশ,
রংপুর জেলা উপজেলার কাউনিয়ায় তিস্তা নদীতে ডুবে এক শিশু নিখোঁজ ,
মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।
রংপুর কাউনিয়ার তালুক সাহবাজ গ্রামে মঙ্গলবার সকালে তিস্তা নদীর পানিতে ডুবে নিলয় চন্দ্র রায় (৮) নামের এক শিশু এখনও নিখোঁজ রয়েছে।
পারিবারিক সূত্রে জানাগেছে বালাপাড়া ইউনিয়নের তালুক সাহবাজ গ্রামের নিখিল চন্দ্রের পুত্র নিলয় চন্দ্র (৮) তার খেলার সাথী এক বন্ধু সহ পরিবারের লোকজনের অগোচরে মঙ্গলবার সকালে তিস্তা নদীর পাড়ে পাসুন দিয়ে মাটি খোঁরার সময় অসাবধানতা বসত তিস্তা নদীতে পরে পানির স্রোতে ডুবে যায়। সাথে থাকা বন্ধু টির চিৎকারে
পরিবারের লোকজন ছুটে এসে তিস্তা নদীতে লাশের সন্ধান করে, না পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি
দলকে খবর দেন। তারা এসে নিলয় চন্দ্রের লাশ উদ্ধারে কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধার হয়নি।
বালাপাড়া ইউপি সদস্য আনোয়ার হোসেন পানিতে ডুবে যাওয়ার বিষয় টি নিশ্চিত করেছেন।