মৎস্য অধিদপ্তর থেকে আনোয়ারা উপজেলার ৬৭ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ অনুষ্ঠিত
আহমদ রেজা চট্টগ্রাম প্রতিনিধি
আজ মঙ্গলবার সকাল ১১ টার ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদ সরকারী প্রশাসনিক কর্মকর্তা জনাব মো নজরুল ইসলাম এর উপস্থিতিতে ৬৭ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সরকার কতৃক মৎস্য জীবীদের সমুদ্র উত্তাল থাকায় মাছ দরা বন্ধ ঘোষণার কারায়।আনোয়ারা উপজেলার মৎস্য অধিদপ্তর কতৃক বিশেষ বিবোচনায়। আনোয়ারা জেলায় না দিয়ে । (১) নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নোয়াব আলী,(২) নং ওয়ার্ড মেম্বার ফরহাদ খান,প্রশাসনিক কর্মকর্তা মো: নজরুল ইসলাম সহ মৎস্য অধিদপ্তর লিব পরিদর্শক জনাব শাহজাহান আবিদের উপস্থিতিতে জেলে পরিবারের মাঝে সুষ্ঠু ভাবে (১৪) কেজি করে চাল প্রদান করা হয় । এবং জেলেদের সংকটময় পরিস্থিতিতে সরকার কতৃক মৎস্য পরিবারদের সহযোগিতায় সন্তুষ্ট হয়েছেন বলে জানান জেলেরা । তাদের এ বিষয় টি যে বর্তমান পরিস্থিতিতে সক্রিয় রেখেছেন।তাতে জেলার আনন্দিত বলেন।কারন বর্তমান বৈষম্য আন্দোলন পাশাপাশি, বন্যাকবলিত পরিবার মাঝে ও নিজ এলাকার ইউনিয়ন পর্যায়ে সহায়তা পাওয়া। তাদের কাছে বড় পাওয়া বল উল্লেখ করেন। জেলে পরিবারের সদস্য,প্রতি বছর ন্যায় এসব সহযোগিতা পেয়ে থাকে। কিন্তু এ পরিস্থিতি পাওয়া টা তাদের জন্য সু-ভাগ্যের ব্যপার বলে মনে করে জেলেরা ধন্যবাদ জানান প্রশাসনিক কর্মকর্তা মো নজরুল সাহেব,চেয়ারম্যান নোয়াব আলী,ওয়ার্ড মেম্বার ফরহাদ খান, মৎস্য অধিদপ্তর কর্মকর্তাদের । আরো বলেন তারা নিজেদের জীবনে তওয়াক্কা না করে বর্তমান পরিস্থিতি। তাদের সহযোগিতায় এগিয়ে আসা কে সাধুবাদ জানান। সে সাথে প্রশাসনিক কর্মকর্তা নজরুল গন মাধ্যম বলেন। আগে আনোয়ারা উপজেলা থেকে চাল আনতে হইত। বিষয় টি ফরহাদ মেম্বার ও চেয়ারম্যান, আমি সহ মৎস্য অধিদপ্তর অফিসে যোগাযোগ করে ইউনিয়নে এনে দিলে তাদের যাতায়াতের সুবিধা ও বহন করতে সহজ হবে বলে উল্লেখ করলে। মৎস্য অধিদপ্তর কতৃক লিব পরিদর্শক দায়িত্ব হস্তান্তর করে বিষয়টি পরিষ্কার করেন।