বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন,
রুবেল আহমেদ, সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মৃত তমিজ উদ্দিনের ছেলে আব্দুল হাই নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। ২৫ আগস্ট রবিবার রাত ১০ টা ১৯ মিনিটের সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই জাফলংয়ের নলজুরী (খাসিয়া হাওয়র) গ্রামে উনার নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে উনার বয়স ছিল ৮৫ বছর। তিনি চার ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২৬ আগস্ট সোমবার বাদ যোহর নলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আব্দুল হাই কে গার্ড অব অনার দেওয়া হয়। গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের উপস্তিতিতে ও গোয়াইনঘাট থানার ওসি শাহ হারুন অর রশিদ এর নেতৃত্ব গোয়াইনঘাট থানা পুলিশের একটি চৌকস টিম তাকে গার্ড অব অনার দেয়। এসময় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একই স্থানে জানাজা এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে।
গার্ড অব অনার ও জানাযায় উপস্থিত ছিলেন ০৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম,এসময় গোয়াইনঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।