নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের মূল্য সরজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান
সীতাকুণ্ড প্রতিনিধি : নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ সীতাকুণ্ড পৌরসভায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকার অপরাধে পাঁচ জনকে সর্বমোট ১৪০০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের মূল্য সরজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের মূল্য সরজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আলাউদ্দিন এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা পুলিশের সদস্যবৃন্দ এবং সীতাকুণ্ড উপজেলার সাধারণ শিক্ষার্থীবৃন্দ।