সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকান্ডে পরিবারের বসত ঘর পুরে ছাই

এস.এম.রুহুল তাড়াশী
সিরাজ গঞ্জ জেলা প্রতিনিধি :-

সিরাজগঞ্জের তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে এক কৃষক পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ররিবার (২৫ আগষ্ট) দুপুর ২টার দিকে উপজেলার তালম ইউনিয়নের পাড়িল বড়ইচড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাান মোঃ আব্দুল খালেক।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে তালম ইউনিয়নের পাড়িল বড়ইচড়া গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৫) বাড়িতে আগুন লাগে। এ সময় পাড়া মহল্লার লোকজন প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে নগদ ৫০ হাজার টাকা, ধান-চাল, আসবাব পত্র, ইলেক্ট্রনিক্স সামগ্রীসহ বসতঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই কৃষকের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক জানান, ঘটনাস্থলে গিয়ে দেখি ভয়াবহ এ অগ্নিকান্ডে বসতঘরসহ সবকিছু পুড়ে গেছে। ওই পরিবারের ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকার মতো।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অগ্নিকান্ডের খবর পেয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারী ভাবে যতটুকু সম্ভব সহযোগীতার আশ্বাস প্রদান করেন তিনি।