আনেয়ারা অসহায়ের আস্থা ফাউন্ডেশনের সকল সদস্যদের নিয়ে বন্যাত্বের জন্য চাঁদা সংগ্রহ


চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজা

ফারাক্কা বাঁধে পানি উম্মুক্ত করে ও টানা বৃষ্টিতে প্লাবিত কুমিল্লা, নলদিয়ার চর,ফেনী সহ বেশ কিছু এলাকায় বন্যাের পানির ঢলে ঘরবাড়ি সহ জন জীবন ক্ষতি গ্রস্ততের মাঝে ত্রান সামগ্রী বিতরণের জন্য চাঁদা সংগ্রহ করছেন।আনোয়ারা অসহায়ের আস্থা ফাউন্ডেশন সহ বিভিন্ন অঙ্গসংঠনের সদস্য বিন্দুরা।পানি কিছুটা কমলে আশ্রয়হীদের মাঝে বিশুদ্ধ পানি,স্যালাইন,শুঁকনো খাবার ব্যবস্থার জন্য চট্টগ্রাম বাসীরা এগিয়ে।
যাচ্ছেন। এবং সেই আজ ২৪ শে আগস্ট সকল থেকে চাঁদা সহ বিভিন্ন অর্থ সংগ্রহ করছে আনোয়ারা অসহায়ের আস্থা ফাউন্ডেশনের তাসরিফ আহমদ তিনি আরো জানান সকলের সহযোগিতায় বন্যা দুর্গত স্থানে পৌঁছাতে সকলকে অনুরোধ জানান।
দেশের জন্য যুদ্ধ হবে যত বার মোকাবিলা করবো ততবার বন্যা প্লাবিত মানুষের জন্য রাস্তায় নেমে কাজ করতেছে আমার অসহায়ের আস্তা ফাউন্ডেশন আনোয়ারা কর্ণফুলী চট্টগ্রাম
মানুষ মানুষের জন্য সেটা আপনারা আবার প্রমান করতেছেন দেশ এবং দেশের বন্যা প্লাবিত মানুষের জন্য আপদের সাহায্যে কামনা করতেছি
যোগাযোগ +বিকাশ= 01894141769 পারসোনাল
নগদ = 01863764301