চাঁদপুরে বানভাসীদের পাশে নৌ পুলিশ
মোঃ কাউছার পাটোওয়ারী প্রতিনিধি: চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীবেষ্টিত দুর্গমচর রাজরাজেশ্বর ইউনিয়নে বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে নৌ পুলিশ।
২৩ আগস্ট শুক্রবার দুপুরে চাঁদপুর নৌ থানার অফিসার ইনচাজ (ওসি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। প্রাকৃতিক দুর্যোগকবলিত মানুষজন নৌ পুলিশের পক্ষ থেকে খাদ্য সহায়তা পেয়ে দারুণভাবে খুশি হয়েছেন।
নৌ পুলিশের পক্ষ থেকে জেলা শহরের নদীপাড়ের টিলাবাড়ি এলাকাসহ আরো কয়েকটি জায়গায় বন্যাদুর্গত মানুষের জন্য আগেও কয়েক’শ পরিবারের মাঝে একইভাবে খাদ্য সহায়তা দেওয়া হয়।
নৌ পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নদীতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে নৌ পুলিশ। এই জন্য চাঁদপুর নৌ অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।