দুমকিতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ পরিবারের মাঝে বিশিষ্ট ব্যবসায়ীর আর্থিক সহায়তা
মোঃ আরিফুর রহমান (মামুন) নিজস্ব প্রতিনিধিঃ
বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আল মামুন (বাবু) পটুয়াখালীর দুমকীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ মিলন হাওলাদার এর পরিবার ও শহিদ মোঃ জসিম উদ্দিন এর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ লেবুখালী ক্যান্টনমেন্টের সিএম এইচে চিকিৎসাধীন ফয়সালের খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা করেন তিনি।
বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আল মামুন(বাবু) আপতুন নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ মমতাজ উদ্দিন খানের ছেলে। সে আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের বাসিন্দা।
শুক্রবার (২৩আগস্ট) বিকেলে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের মোঃ জসিম উদ্দিনের কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ লেবুখালী ক্যান্টমেন্টের সিএম এইচে চিকিৎসারত ফয়সাল এর খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা করেন তিনি। আহত ফয়সাল উপজেলার মুরাদিয়া ইউনিয়নে বাসিন্দা।
সবশেষে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের