মৌলভীবাজারে নদ-নদী ও হাওরে পানি ভয়ঙ্কর হয়ে উঠছে, বন্যার ঝুঁকিতে জেলার বাসিন্দারা।
তুহিনুর রহমান তালুকদার
স্টাফ রির্পোটার ;-
মৌলভীবাজারে নদ-নদীর ও হাওরে বাড়ছে পানি। তলিয়ে যাচ্ছে ক্ষেতকৃষি ও রাস্তাঘাট। বন্যার ঝুঁকিতে চরম শঙ্কায় জেলার নদী ও হাওর পাড়ের বাসিন্দারা। গেল দুইদিনের অবিরাম ভারী বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজার জেলার নদী ও হাওরে আবারো বাড়ছে পানি। জেলার মনু, কুশিয়ারা, ফানাই, ধলাই ও জুড়ী নদী ছাড়াও হাকালুকি, কাউয়াদীঘি ও হাইলহাওর পানিতে টুইটম্বর। মনু, ধলাই ও জুড়ী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানায় সাগরের লঘু চাপের প্রভাব ও ভারতের অতি বৃষ্টির ঢলে পানি বাড়ছে। জেলায় এবছর ১ম ও ২য় ধাপে বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় দুর্ভোগ পোহানো ক্ষতিগ্রস্তরা হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় ৩য় দফা বন্যার আশঙ্কায় চরম দুশ্চিন্তায়।
স্থানীয় বাসিন্দারা জানান, গেল দুইদিন থেকে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলা সবক’টি নদী ও হাওরের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে ও কাছাকাছি দূরত্বে অবস্থান করছে। জেলার রাস্তাঘাট ও নিম্নাঞ্চলের বাসা-বাড়িতে পানি উঠতে শুরু করেছে। পানি বাড়ছে মনু, জুড়ী, ফানাই,