নাটোরের বড়াইগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বড়াইগ্রামে বৃক্ষরোপণ

নাটোর প্রতিনিধি-মু.হায়দার আলী

দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে নাটোরের বড়াইগ্রামে বৃক্ষরোপণ অভিযান পালিত হয়েছে। রোববার (১৮আগস্ট)উপজেলার রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল হাসান গাছের চারা রোপণের মাধ্যমে এ অভিযানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, সহকারী শিক্ষক আজহার হোসেন ও উমর ফারুক, সহকারী শিক্ষিকা আলুফা খাতুন, রোজিনা খাতুন ও শাহানারা খাতুন। পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

You may have missed