তাড়াশে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
এস.এম.রুহুল তাড়াশী,
সিরাজ গঞ্জ জেলা প্রতিনিধি:-
নয় হিংসা, নয় প্রতিশোধ, প্রতিবাদেই হোক প্রতিরোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে। এ উপলক্ষে তাড়াশ উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপির)’র কার্যালয় থেকে দলীয় নেতা-কর্মীদের এক আনন্দ র্যালি বের হয়। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বেচ্ছাসেবক দল তাড়াশ উপজেলা শাখার.আহ্বায়ক শাহাদাৎমন্ডলের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক তাড়াশ উপজেলা শাখা সদস্য সচিব সাইফুল খানের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান,
যুবদলের আহবায়ক এফএম শাহ আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ মাসুম, যুগ্ম সম্পাদক শুকুর মির্জা, তারেক আহমেদ,
পি.এম.নজরুল ইসলাম,
উপজেলা ছাত্রদলের আহব্বায়ক জাহিদ ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদৎ হোসাইন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান মির্জা।
এছাড়া উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি সমর্থিত হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।