নওগাঁয় সীমান্ত পাবলিক স্কুল এন্ড কলেজ’এরস্থান নিধারণ ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ মাসুম বিল্লাহ
নওগাঁর পত্নীতলায় পত্নীতলা সীমান্ত পাবলিক স্কুল এন্ড কলেজ এর স্থান নির্ধারণ ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সকাল ১০ টায় নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি সংলগ্ন এলাকায় পত্নীতলা সীমান্ত পাবলিক স্কুল এন্ড কলেজ এর স্থান চিহ্নিত পূর্বক নওগাঁ জেলা প্রশাসন কর্তৃক ১৪ বিজিবিকে হস্তান্তর করা হয়। উক্ত জমি চিহ্নিত করণ এবং হস্তান্তরের সময় প্রধান অতিথি ছিলেন, লেঃ কর্নেল হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি, অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। নওগাঁ জেলা প্রশাসকের পক্ষে, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন, পত্নীতলা উপজেলা ভূমি কর্মকর্তা আজিজুল কবির উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মেজর এস. এম. ইমরুল কায়েস, সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, নওগাঁ জেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্কুল -কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে নওগাঁ জেলা প্রশাসক কর্তৃক পত্নীতলা সীমান্ত পাবলিক স্কুল এন্ড