গোয়াইনঘাট ছাত্র পরিষদের ইউএনও’র সাথে সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

রুবেল আহমেদ ব্যুরো প্রধান, সিলেট :

১ জুলাই ১৯৮৮ সালে গোয়াইনঘাট ছাত্র পরিষদ গঠিত হয়। তারই ধারাবাহিকতায় ছাত্র পরিষদ বিভিন্ন সময় অন্যায়,অনিয়ম,দুর্নীতির বিরুদ্ধে কাজ করে আসছে। ১৯ আগস্ট ২০২৪ ইং দুপুর ২ ঘটিকার সময় গোয়াইনঘাট ছাত্র পরিষদ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম’র সাথে আম্বরখানা টু গোয়াইনঘাট রোডের সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া শিথিল প্রসঙ্গে সাক্ষাৎ করেন ও একটি স্বারকলিপি প্রধান করেন। স্বারকলিপিতে উল্লেখ করে বলেন গোয়াইনঘাট উপজেলার সাধারণ শিক্ষার্থীদের সংগঠন ‘গোয়াইনঘাট ছাত্র পরিষদ। গত ১৫ই আগষ্ট সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন গাড়ি ভাড়ার একটি তালিকা প্রকাশ করে। সেখানে অন্যান্য এলাকা থেকে গোয়াইনঘাটের ভাড়া তুলনামূলক বেশি, যা শিক্ষার্থী তথা জনগণের জন্য কষ্টসাধ্য। তারা আরও বলেন গোয়াইনঘাটের সাধারণ শিক্ষার্থী ও জনগণ এর একটি সুষ্ঠু সমাধান প্রত্যাশা করছে। এসময় উপস্থিত ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বলেন আমরা গোয়াইনঘাটে কোন অনিয়ম,দুর্নীতি দেখতে চাই না, যেখানে অন্যায়,অনিয়ম,অত্যাচার,দুর্নীতি দেখব সেখানে গোয়াইনঘাট ছাত্র পরিষদ সবসময় তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। গোয়াইনঘাটের সাধারণ জনগণ এতে গণস্বাক্ষর করে তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে। এসময় ইউএনও তৌহিদুল ইসলাম ছাত্র পরিষদকে আশ্বস্ত করে বলেন শীঘ্রই তাদেরকে নিয়ে স্থানীয় সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ের সাথে আলোচনায় বসবেন। তিনি বলেন সমস্যা নিরসন করে গোয়াইনঘাটকে এগিয়ে নেয়ার জন্য সবার সহযোগিতা দরকার। স্বারকলিপি প্রধানকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি, শিব্বির আহমদ, সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মুনাঈম, সাবেক সভাপতি – রিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সভাপতি জসিম উদ্দিন বাহার, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, বর্তমান সহ- সভাপতি সজিবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আক মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক – রাসেল আহমদ,সাইদুল ইসলাম, রাজু আহমেদ, ধর্ম সম্পাদক নাসির উদ্দীন,অর্থ সম্পাদক নাহিদ হাসান, সদস্য জুয়েল রানা,সদস্য শাহরিয়ার তুর্জ প্রমুখ। স্বারকলিপি প্রদান শেষে গোয়াইনঘাট ছাত্র পরিষদের সদস্যবৃন্দ গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ শাহ হারুন’র সাথে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন।