নাটোরের বড়াইগ্রামে বিষধর সাপের কামরে শিশুর মৃত্যু

IMG-20240818-WA0069

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি মু.হায়দার আলী

বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল গ্রামের মহিন সরদারের শিশু ছেলে মোঃ তামিম সরদার (২ বছর ) কে বিশাক্ত সাপের কামড় দেয়।পরে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়,কর্তব্যরত চিকিৎসক রুগির উন্নতি না দেখে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু তাতিম কে দেখে বলেন পথিমধ্যেই রুগি মারাগেছেন।