চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঘটনার ১১দিন পর দগ্ধ উজ্জ্বলের মৃত্যু হয়েছে।

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অগ্নিসংযোগের ১১দিন পর মারা গেছেন উজ্জ্বল (৩৪) নামে এক ব্যক্তি।  

শুক্রবার (১৬ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ৫ আগস্ট উপজেলার মোক্তারপুর বাজারে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মৃত উজ্জ্বল হোসেন ওই এলাকার আলতাফ হোসেনের ছেলে।

জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে দামুড়হুদার মোক্তারপুর বাজারের হোসেন আলীর একটি হার্ডওয়্যার দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা।

ওই আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন উজ্জ্বল হোসেন। সেদিনই তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

সেখানে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

দামুড়হুদা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য হাসান আলী জানান, নিহত উজ্জ্বল কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন। তার মরদেহ এলাকায় ফিরেছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় গ্রাম্য কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।