নগরী পতেঙ্গার ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নতুন উদ্বেগ
আহমদ রেজা, চট্টগ্রাম প্রতিনিধি
১১ আগষ্ট, ২০২৪ এক বোনের বিয়েতে আর্থিক সহায়তার হাত বাড়ালো পতেঙ্গার ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
মানবতা আছে বলে জগৎ টা তে অসহায়দের সহায়তার হাত বাড়িয়ে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সহযোগিতা করেন।বিবাহের জন্য আর্থিক সহায়তা করা। অসহায় পরিবার খাদ্য সামগ্রী বিতরণ সহ সমাজের এলাকার উন্নয়নের সফল কার্যকারক হিসাবে উদ্ধামী কাজ করছে। পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাদের অবদান সম্পূর্ণ করে চলছে।অস্থা বিশ্বাস্ততার পূর্ণ রুপ তাদের সহয়তাকে ঘিরে। সহায়তায় উপদেষ্টা, উদ্বেগতা মিলে সংগঠনের সদস্য বিন্দু মানবিকতার ফ্রিওয়ালা হিসাবে রয়েছেন পথ চলা। সকলের সুখী সুন্দর জীবন জাপনের
দাম্পত্য জীবন সুখী হোক এই কামনা করেন PWF পরিবারের পক্ষ থেকে। এবং সকলের সময় অসময়ের বন্ধুত্ব পূর্ণ আচারণ গড়ে উঠুক সমাজ সেবা নিজ সেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সার্বিক সহযোগিতায় আনোয়ারা বেগ পরিবার সদস্য বিন্দু।