তাড়াশে বিএনপির শান্তি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
এস,এম,রুহুল তাড়াশী,
সিরাজগঞ্জ জেলা তাড়াশ উপজেলা ১৫ আগষ্ট আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এক শান্তি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৪ আগস্ট) সকালে উপজেলার পৌর সভা মহরী মোড় এলাকা থেকে শত শত নেতা কর্মীর সমন্বয়ে একটি শান্তি মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তাড়াশ প্রেসক্লাব চত্তরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা সভাপতি সরদার মোঃ আফসার আলী।
শান্তি সমাবেশে এ সময়ে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আমিনুর রহমান টুটুল।
তাড়াশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক ওবায়দুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক এফএম শাহ আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ মাসুম, যুগ্ম সম্পাদক শুকুর মির্জা, তারেক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদৎ মন্ডল, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক জাহিদ ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদৎ হোসাইন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান মির্জা, পৌর ছাত্রদলের আহবায়ক মো. মুহিদ প্রমূখ।