চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিকার
এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার সচেতন ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করেছে ভোক্তা অধিকার।
শুক্রবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা গেছে, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারকে হটিয়ে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা প্রদান করে। দেশের এ পরিস্থিতিতে কাচা পণ্য, মাছ-মাংসসহ বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে গেছে কয়েকগুণ।
ফলে শুক্রবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদকে সঙ্গে নিয়ে সচেতনতামূলক বাজার তদারকি করেন রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (রুসাক) এর সদস্যরা।
এসময় বাজারের বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়।
অনিয়ম বন্ধে বিক্রেতাদের সতর্ক করা হয়। এছাড়া অভিযানের খবরে শাক-সবজি, মাছ-মাংস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমতে থাকে।
রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (রুসাক) এর সমন্বয়ক শরিফুল ইসলাম বলেন, আজকে বাজার তদারকির মূল উদ্দেশ্য হলো বিক্রেতারা যাতে ক্রেতাদের কাছ থেকে অধিক মুনাফা নিতে না পারে সে জন্য ক্রেতা-বিক্রেতাকে সচেতনতা করা। আগামীতে বাজার অস্থিতিশীল পরিলক্ষিত হলে আবারও ছাত্রসমাজ বাজার তদারকিতে নামবে।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, আমরা প্রতিনিয়ত বাজারে অভিযান পরিচালনা করে থাকি। আজকের অভিযানটা অন্যরকম। কারণ আজকে ছাত্রদের সঙ্গে নিয়ে বাজার পরিস্থিতি তদারকি করা হয়েছে। তদারকিতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে। বিক্রেতার কাছে ক্রয় মূল্যের ভাউচার না থাকা, ক্রয় মূল্যের চেয়ে অধিকমূল্যে পণ্য বিক্রয়সহ নানা অনিয়ম পাওয়া যায়। প্রাথমিক পর্যায়ে তাদের সতর্ক করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (রুসাক) এর সদস্যসহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।