চাটখিল থানার ওসি তদন্তের বিরুদ্ধে অভিযোগ টি সম্পূর্ণ মিথ্যা
সৈয়দ নুর আলম বাদশা
চাটখিল থানার ওসি (তদন্ত) বিমল কর্মকারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট যেহেতু সিএনজি গাড়ির ব্যবসায়ী সেজে দীর্ঘদিন যাবত।
মোঃ হাসেম ও তার ড্রাইভার চোরাই গাড়ির ব্যবসা করে আসছে। নিজেদের অপরাধ ডাকার জন্য সিএনজি গাড়ির মালিক মোঃ হাসেম গতকাল রোববার বিকালে নোয়াখালীর পুলিশ সুপারের কাছে একটি মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফাওড়া গ্রামের মৃত. আফাজ উদ্দিনের ছেলে সিএনজি গাড়ির ব্যবসায়ী মো. হাসেমের সিএনজি গাড়ি চুরি হয়।
পরবর্তীতে হাসেম জানতে পারে ঐ সিএনজি গাড়ি পাশ্ববর্তী হিরাপুর গ্রামের জহির (৪৫), মানিক (১৯) ও ফয়সাল (২০) সংঘবদ্ধভাবে চুরি করে নিয়ে নিজেদের হেফাজতে রেখেছে। হাসেম তার গাড়ি দাবি করলে মনোহর গঞ্জ থানা পুলিশ বলেন, তাদের হোন্ডা ও সিএনজি ছিনতাইয়ের সঙ্গে হাসেমের ড্রাইভার জড়িত তাই তারা এই সিএনজি দিবে না।
পরবর্তীতে হাসেম চাটখিল থানায় গিয়ে ওসি’র পরামর্শে অভিযোগ দায়ের করে। হাসেমের অভিযোগের ভিত্তিতে চাটখিল থানার ওসি (তদন্ত) সিএনজি উদ্ধারের জন্য যায়। সেখানে গেলে পুলিশের উপস্থিতিতে এলাকা বাসি হাসেম ও তার ড্রাইবারের উপর আক্রমণের চেষ্টা করে।
এসময় ওসি (তদন্ত) বিমল কর্মকার আক্রমণকারীদের বাধা প্রদান করে। ঘটনার বিষয়ে জানা যায় যে, হিরাপুর গ্রামের ফয়সাল (১৯), পিতা- মোঃ আবদুর রহিম, সাং- হিরাপুর, ০৪ নং বদলকোট ইউনিয়ন, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী নামে এক ব্যক্তি কাঠ মিস্ত্রীর কাজ করে। সে প্রায় সময় মনোহরগঞ্জ থানায় তাহার ক্রয়কৃত মোটর সাইকেল যোগে কাজ করিতে যায়।
সে গত-১৬/০৬/২৪ ইং তারিখ মনোহরগঞ্জ থানায় এলাকা হইতে নিজ বাড়ীতে আসার পথে কুমিল্লা জেলাধীন মনোহরগঞ্জ থানার ০৩ নং হাসানাবাদ ইউপির বাদুয়ারা সাকিনস্থ ঈদঁগা সংলগ্ন পাঁকা রাস্তার উপর আসিলে কয়েকজন ছিনাতাইকারী সিএনজি যোগে তার ব্যবহৃত মোটর সাইকেলের গতিরোধ করিয়া তার নিকটে থাকা মোটর সাইকেল ও তার সাথে থাকায় টাকা সহ মানিব্যাগ ছিনতাইকারীরা নিয়ে যায়।
পররর্তীতে উক্ত ঘটনার বিষয়ে ফয়সাল (১৯) বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করিলে তার প্রেক্ষিতে মনোহরগঞ্জ থানা মামলা নং- ০৯, তাং- ১৯/০৬/২৪, ধারা- ৩৯২ পেনাল কোড রুজু করা হয়।
পরবর্তীতে মনোহরগঞ্জ থানা পুলিশের অধিযাচন মূলে চাটখিল থানা পুলিশের সহায়তায় ছিনতাই কাজে জড়িত হাশেমের ড্রাইবার টিটু হোসেন, পিতা- মাসুদ, মাতা- শাহনাজ বেগম, সাং- তালতলা, থানা- মনোহরগঞ্জ, জেলা- কুমিল্লা এবং ছিনতাই কাজে ব্যবহৃত হাশেম এর সিএনজি , যাহার রেজি নং- নোয়াখালী- থ-১১-৪১০৪ জব্দ করিয়া মনোহরগঞ্জ থানায় নিয়ে যায়। এই ঘটনায় হাসেম, চাটখিল থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার কে সংঘবদ্ধ চোরদের সাথে জড়িয়ে তদন্ত ওসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি টা সম্পূর্ণভাবে মিথ্যা ও বানোয়াট।
যেহেতু গাড়িটি জব্দ করে কুমিল্লা মনোহরগঞ্জ থানা পুলিশ।