কুয়াকাটা প্রেসক্লাবের নির্বাচন – আনোয়ার হোসেন আনু -সভাপতি,হোসাইন আমির-সম্পাদক,
মোঃসাইদুর রহমান সোহেল কুয়াকাটা (পটুয়াখালী)প্রতিনিধিঃ
কুয়াকাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি – ২০২৪ গঠন করা হয়েছে।আনোয়ার হোসেন আনু (ভোরের কাগজ ও চ্যানেল এস ) সভাপতি ও হোসাইন আমির (মানব জমিন ও বিজয় টিভি ) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।শনিবার (১৩ জুন)সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে দ্বি-বার্ষিক সাধারন সভা -২০২৪ অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে বিকেল ৩ টা ৩০ মিনিটে প্রেস ক্লাবের সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি হিসাবে ৩ জন ও সাধারণ সম্পাদক হিসাবে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। ১৬ জন ভোটার ভোট প্রদান করেন।
এছাড়া আলোচনার মাধ্যমে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ কুদ্দুচ মাহমুদ, সহ-সভাপতি পদে ইছাহাক শেখ ও যুগ্ম সম্পাদক পদে জাহিদুল ইসলাম বেল্লাল মনোনীত হয়।