রংপুরের মিঠাপুকুরে টয়লেটে পড়ে তিনজনের মৃত্যু

মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় লাউ গাছের পাতা তুলতে গিয়ে একই পরিবারের দুইজনসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে |
৪ জুলাই/ ২৪ খ্রিঃ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে |
স্থানীয় সুত্রে জানা যায় উদয়পুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫) লাউয়ের পাতা উঠানোর জন্য বাড়ির পিছনের মাচায় মই দিয়ে উঠা মাত্রই টয়লেটের ঢাকনা ধ্বসে গিয়ে টয়লেটের গর্তে পড়ে যায়। পড়ে যাওয়ার শব্দ এবং চিৎকারে মাকে উঠানোর জন্য তার ছোট ছেলে ইদা মিয়া(৩৫) টয়লেটের গর্তে লাফ দেয়। তাদের উঠতে না দেখে পাশের বাড়ির তবারক মিয়ার ছেলে ইবলুল মিযা(৩৫) সাহসিকতার সহিত ঝাপিয়ে পড়লেও সেও আর উপরে উঠতে না পারায় মিঠাপুকুর ফায়ার সার্ভিসে জানানো হলে একটি দল এসে উদ্ধার কাজে ব্যর্থ হয় | পরবর্তীতে রংপুরের জেলা ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস কর্মীদের দুইটি ইউনিট কয়েক ঘন্টার চেষ্টায় ইবলুল, ইদা ও তার মা দেলোয়ারা বেগমকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে |

মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রবিউল ইসলাম ও মিঠাপুকুর থানা ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান ,টয়লেটের সেফটি ট্যাংকে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপত্তি হওয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। এঘটনায় অত্র এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে |

You may have missed