লালমনিরহাটে ছাগল খুঁজতে গিয়ে নিখোঁজ- একদিন পর মিললো মরদেহ


মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।
লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ছাগল খুঁজতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর আফাজ উদ্দিন (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুন) সকালে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ঈদগাহ মাঠ সংলগ্নে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আফাজ উদ্দিন (৫৫) গোড়ল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত আবির উদ্দিনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ছাগল খুঁজতে বাড়ির পাশে পুকুর ধারে গিয়ে নিখোঁজ হয় আফাজ উদ্দিন।
পরিবারের লোকজন খোঁজাখুঁজির একদিন পর শনিবার সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরক্ষণে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত আফাজ উদ্দিন কিছুটা মানসিক ভারসাম্যহীন বলেও জানান ঐ এলাকাবাসী। স্থানীয় গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোন অভিযোগ না থাকায় এ ব্যাপারে প্রশাসনকে অনুরোধ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালীগঞ্জ গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাদের (এসআই) জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে গত সময় গুলো লালমনিরহাট জেলায় মাদক ও হত্যাকান্ড বেরেই চলছে।