লালমনিরহাটে বজ্রপাতে ১ কিশোরের এর মৃত্যু।
মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী
লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলা কাঞ্চনশ্বর ( দুল্লারবাজার) এলাকায় বাড়ির পাশের আবাদি জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আরাফাত হোসেন (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর (দুল্লারবাজার)
গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর এলাকার ইব্রাহিম আলীর ছেলে।
নিহতের বাবা ইব্রাহিম আলী জানান, শুক্রবার দুপুরে ঝড় শুরু হলে আরাফাত মাঠ থেকে গরু আনতে যায়। এসময় সে বজ্রপাতে ঝলসে গিয়ে পাশের ক্ষেতে পরে ছিল। ঝড় শেষে স্থানীয় একজন দেখতে পেয়ে
তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আল্লাহ জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন আমিন।