বাজেটকে স্বাগত জানিয়ে আনোয়ারায় আওয়ামী লীগের আনন্দ মিছিল ও ফুল্লে শুভেচ্ছা

আহমদ রেজা (চট্টগ্রাম ) প্রতিনিধি৷

২০২৪-২৫ অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ও উপজেলা চেয়ারম্যান বিজয়ী ফুলের শুভেচ্ছা আওয়ামী লীগ-স-সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা। শুক্রবার বিকালে আনন্দ মিছিলটি বৈরাগ কাফকো সেন্টার থেকে আওয়ামী লীগ কার্যালয় সম্মুখ থেকে
নবাব খান মার্কেট সংলগ্ন কাপকো সেন্টার প্রধান সড়ক চত্ত্বরে গণমুখি বাজেটকে স্বাগত জানিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের নব-নিনার্চিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজ্জামেল হক সভাপতিত্বে ও সাংগঠনিক আনোয়ারার চাতরী চৌমহনী আওয়ামী লীগের সদস্য মোজ্জামেল(গাছ মোজ্জাম্মেল) সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনআনোয়ারা উপজেলার সকল সদস্য ও মাঠ কর্মীদের নিয়ে অনুষ্ঠিত করে।তাদের মধ্যে উপস্থিত ছিলেন, মোজাহের,ইউ পি মেম্বার তৌহিদ,শাহেদ,সংগঠনে সভাপতি জনাব নুরুল আলম (উত্তর বন্দর ২নং ওয়ার্ড) আবদুল কাদের সুজন, আনেদ খান, নাছির চৌদুরী,সারাওয়ার খান,আহমদ রেজা (দুর্নিতী ও তথ্য সংগ্রহ প্রকাশকারী সংস্থা), হানিফ,সিজান,মমতাজ মিয়া, জামান মিয়া, তৈয়ব আলী,হাসান চৌধুরী,মোসলেম মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ ছাত্র লীগ সদস্য,মফিজ উদ্দীন,জসীমউদ্দিন,ফরিদ, আজাদ,ইয়ার মোহাম্মদ,(বাসক) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ চট্রগ্রাম জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য। আনেয়ারা ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ প্রমুখ।