চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্র নিহত

IMG-20240605-WA0007

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম নগরীতে শাটল ট্রেনের নিচে কা’টা পড়ে ইব্রাহিম ইরফান (১৭) নামে এক কলেজছাত্র নি’হ’ত হয়েছেন। তিনি ফটিকছড়ি এলাকার মাহবুবুর আলমের ছেলে। সে নগরীর সিএমপি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী মো. হোসেন জানান, সকালে ইরফান কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিল। ট্রেন আসতে দেখে সাধারণ মানুষ দূর থেকে চি’ৎ’কা’র করলেও সে তা শুনতে পায়নি। এ সময় ট্রেনে কা”টা পড়ে ঘটনাস্থলে তার মৃ’ত্যু হয়।