ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা যুবলীগের সভাপতির খাদ্য সামগ্রী বিতরণ:


ঘূর্ণিঝড় রিমেইলের ভয়াবহ থাবাই বিধ্বস্ত উপকূলীয় এলাকা কয়রায় বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার সামগ্রী(চাল, ডাল, তেল, আলু,খাবার স্যালাইন, বিশুদ্ধ খাবার পানি) বিতরণ করেন খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ। শুক্রবার বিকাল তিনটায় বন্যার্তদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় রায়হান ফরিদ বলেন, যুবলীগের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সংগ্রামে সংকটে মহামারী, বন্যা খরায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতা আমরাও অব্যাহত রেখেছি। দেশের যে কোন সংকটে সংগ্রামে দুর্যোগে যুবলীগ মানুষের পাশে ছিল, আছে, থাকবে। আমরা আমাদের সাধ্যমত শুকনা খাবার, চাল, ডাল, তেল, আলু,খাবার স্যালাইন, বিশুদ্ধ খাবার পানি মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা, আব্দুল্লাহ মাহবুব লাভলু, ‌মো : লুৎফর রহমান , হাবিবুল্লা বাহার হাবিব, আমিনুল ইসলাম শাওন, মো. শরিফুল ইসলাম টিংকু, নাভিদ গজনবী, সাধীন অয়ন রাসেল, জাহাঙ্গীর হোসেন আকাশ, এস এম সাগর হোসেন, আয়াতুল্লা শরীফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।