শেখ শাহজালাল হোসন সুজনের মা এর মৃত্যুতে খুলনা জেলা যুবলী‌গের শোক


নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগর যুবলী‌গের সাধারণ সম্পাদক ও নগর ছাত্রলী‌গের সভাপ‌তি শেখ শাহজালাল হোসন সুজনের মমতাময়ী মা বিকাল ৪টা ১০ মিনি‌টে চি‌কিৎসাধীন অবস্থায় নগরীর আদদীন মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে মৃত‌্যুবরণ করেন।
ইন্না …. রাজিউন!
মরহুমার মৃত‌্যু‌তে গভীর ভা‌বে শোক প্রকাশ ক‌রে‌ এবং শোকাহত প‌রিবা‌রের প্রতি সম‌বেদনা জা‌নি‌য়ে বিবৃ‌তি দি‌য়ে‌ছেন খুলনা জেলা যুবলী‌গের সভাপ‌তি ও জেলা প‌রিষ‌দের প‌্যা‌নেল চেয়ারম‌্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফ‌রিদ ও সাধারণ সম্পাদক ই‌ঞ্জি: মাহফুজুর রহমান সোহাগ ।