অসুস্থ মা কে দেখতে এসে নিজেই হাসপাতালে


আমিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদ : অসুস্থ মাকে দেখতে এসে নিজেই অুসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন. বিবিসি নিউজ ২৪ বিডি এর প্রসাশনিক কর্মকর্তা ও চ্যানেল সেভেন এর সেয়ার মালিক বিশিষ্ট সাংবাদিক কাজি সোহেল রানা। ঘটনাটি ঘটেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। বিশ্বস্ত সূত্রে জানা যায় আর সকল নয়টার সময় অত্র হাসপাতালে ভর্তি থাকা বর্ন ইউনিটের রোগী মোছা.তাছলিমা বেগম ( ৪৫)কে দেখতে আসেন তার ছেলে, এ সময় কথোপকথন কালে হঠাৎ অচেতন হয়ে পড়ে তার ছেলে ব্যবসায়ি.ও বিশিষ্ট সাংবাদিক কাজি সোহেল রানা। বিশ্বস্ত সুত্রে জানা যায়,সাংবাদিক কাজি সোহেল রানা.. অনেক বছর যাবত বাড়ি থেকে আলাদা থাকায় বাড়ির সকলের তাদের দেখা হয় না, মায়ের অসুস্থতার খবর শুনে তিনি দেখতে আসেন, গতকাল তার অপারেশন সম্পন্ন হয় জ্ঞান ফিরতে দীর্ঘক্ষণ সময় লাগলে অপেক্ষায় প্রহত রোগীদের মধ্যে চিন্তায় সন্ধিহাল হয়ে পড়ে তারা। পরবর্তীতে রোগীর জ্ঞান সন্ধ্যা ৭ টার দিকে ফিরে আসলে, অনেক লোকের সমাগমের ভিতরে তার ছেলে সামনে আসেন এমন সময় আবেগে আপ্লুত হয়ে অসুস্থ মা আবার অজ্ঞান হয়ে পড়েন, পরবর্তীতে জ্ঞান ফিরে আসলে মোটামুটি সুস্থ অবস্থায আজ সোমবার সকাল ৯ টার দিকে, তার সাংবাদিক কাজি সোহেল রানা তার মায়ের কাছথেকে বিদায় নিতে গিয়ে কথোপকথন মাঝখানে তিনি অজ্ঞান হয়ে পড়েন, সাথে সাথে তাকে ঔ একই হাসপাতালের মেডিসিন ওয়াডে ভর্তি করা হয় পরবর্তীতে অবস্থা অবনতি হলে তাকে শহীদ আবু নাসের হাসপাতালে প্রেরণ করা হয় সেখানে উন্নত চিকিৎসার দেওয়া হয় এবং আজ (৬ মে) বিকাল ৫.৩০ মিনিটে তার জ্ঞান ফিরে। বর্তমানে তিনি অনেকটা স্বাভাবিক। এবার বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে জানতে চাইলে ড. মেহেদী কামাল হোসেন বলেন, রোগের ভিতরে কোন চাপা কষ্ট থেকে তিনি অজ্ঞান হয়ে যেতে পারেন বলে মনে করেন এবং সেখান থেকে তিনি মিনিস্ট্রক্ট করেন বলে আসা করেন, তবে বর্তমানে তিনি বিপদমুক্ত পরবর্তীতে এ সকল ঘটনা থেকে তাকে সাবধান থাকতে হবে। তবে এ ব্যাপারে সোহেল বলে আমি এ ব্যাপারে কিছুই বলতে চায়না, বর্তমানে আমার বাড়ি মোহনগঞ্জে আমি মোহনগঞ্জ নিবাসী লুৎফুর রহমান মাবিয়া বেগমের ছেলে বলে তিনি নিজেকে দাবি করেন।